১ কোটি ১৯ লক্ষ টাকা ফেরত দিলেন মিঠুন

mtnতারায় তারায় ডেস্ক ।। সারদার থেকে পাওয়া ১ কোটি ১৯ লক্ষ ৮৮ হাজার ৫৬০ টাকা ফেরত দিয়েছেন অভিনেতা ও তৃণমূল সাংসদ মিঠুন চক্রবর্তী। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে এই টাকা তুলে দেন তিনি।
গত মাসে সারদা কেলেঙ্কারির তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জেরায় মিঠুন নিজে থেকেই এই টাকা ফিরিয়ে দিতে চান। কোনো প্রতারিত প্রতিষ্ঠানের টাকা নিজের কাছের রাখবেন না বলেন জানান তিনি।
জানা গেছে, সারদার চ্যানেলে একটি অনুষ্ঠান সঞ্চালনা করেন এই সাংসদ। এতে পারিশ্রমিক হিসেবেই ১ কোটি ৭৬ লক্ষ টাকা পেয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। তার মধ্যে ১ কোটি ১৯ লক্ষ ৮৮ হাজার ৫৬০ টাকা ফেরত দিলেন তিনি। বাকি টাকা মিঠুন ইনকাম ট্যাক্স দিয়েছেন বলে ইডি কর্মকতাদের জানিয়েছেন আইনজীবীরা। তাঁর সঞ্চালিত শো-এর সিডি, নথি এবং সারদার সাথে আর্থিক লেনদেনের যাবতীয় প্রমাণ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে তুলে দেন তিনি। তিনি জানান, কোনো দিন কাউকে প্রতারণা করার উদ্দেশ্য ছিল না তাঁর। আমানতকারীদের যে টাকা তাঁকে যে পারিশ্রমিক দেয়া হয়েছিল, তা আবার তাদেরকেই ফিরিয়ে দিতে চান তিনি। এই তদন্তে যাবতীয় সহযোগিতাও করবেন তিনি। সমস্ত তথ্য খতিয়ে দেখে ও জিজ্ঞাসাবাদের পর এই সাসংদ-অভিনেতাকে মুক্ত ঘোষণা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*