খেলাধুলা ডেস্ক ।। ইকুয়েডরকে হারিয়ে আঠেরো বছর পর কোপা আমেরিকায় ম্যাচ জিতল বলিভিয়া। গ্রুপ এ-র ম্যাচের ফলাফল বলিভিয়া ৩ ও ইকুয়েডর ২। প্রথমার্ধেই ৪৫ মিনিটেই ৩ গোলে এগিয়ে যায় বলিভিয়া। বিরতির আগে একটি পেনাল্টি পায় ইকুয়েডর। তবে তা কাজে লাগাতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে দুটা গোল করে বলিভিয়াকে চাপে ফেলে দেয় তারা। কিন্ত শেষ পর্যন্ত লিড ধরে রাখতে সক্ষম হন রোনাল্ড র্যালডেসরা। বলিভিয়া সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক ওপরে হওয়ায় বিশ্ব ফুটবল সংস্থা ফিফা দেশটিতে নিষিদ্ধ করে ফুটবল। সমুদ্রপৃষ্ঠ থেকে বলিভিয়ার রাজধানীর উচ্চতা ৩,৬০০ মিটার। এতে উঁচুতে ফুটবল খেলার জন্য যে শ্বাস-প্রশ্বাসে দরকার হয়, ওই পরিবেশে তা পাওয়া খুবই কঠিন। এমনকি অক্সিজেনেরও সমস্যাও অনেক। এই পরিবেশেই প্রতিকূলতার সাথে ফুটবল খেলে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে বলিভিয়া। এই জয় শুধু বলিভিয়ার জয় নয়, এটি প্রখর প্রতিকূলতার বিরুদ্ধে প্রবল ইচ্ছাশক্তির জয়।