জাতীয় ডেস্ক ।। দিল্লিতে আবারো ধর্ষণের ঘটনা ঘটেছে। এবার ধর্ষণের শিকার হল ৩ বছরের এক শিশু। শিশুটিকে শুধু ধর্ষণ করেই ক্ষান্ত হয়নি দুর্বৃত্তরা, শিশুটির গোপনাঙ্গে কাঠের টুকরো ঢুকিয়ে দিয়েছেন তারা।
পুলিশ জানায়, শনিবার রাতে ধর্ষণ করা হয় ওই শিশুকে। অজ্ঞাতপরিচয় একদল দুর্বৃত্ত এই কাজ করেছে বলে জানা যায়। শিশুটি সরোজিনী নগরের পিলানজি গ্রামের একটি বস্তির বাসিন্দা।
এদিকে, রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির শরীরে অস্ত্রোপচার করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।