কোপায় জয়ে ফিরেছে আর্জেন্টিনা

ckখেলাধুলা ডেস্ক ।। কোপা আমেরিকার প্রথম ম্যাচে পয়েন্ট হারানো ধাক্কা কটিয়ে জয়ে ফিরেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বুধবার ভোরে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা ১-০ গোলে হারিয়েছে উরুগুয়েকে। একমাত্র গোলটি করে জেরার্ডো মার্টিনহোর দলকে জেতালেন সার্জিও আগুয়েরো। প্রথমার্ধে একাধিক সুযোগ পেলেও দুই দলই গোল করতে পারেনি। ম্যাচের ৫৬ মিনিটে পাবলো জাবালেতার ক্রস থেকে দুরন্ত হেডে গোল করে দলকে এগিয়ে দেন আগুয়েরো। শেষ পর্যন্ত আগুয়েরোর গোলটাই দুই দলের মধ্যে প্রার্থক্য গড়ে দেয়। উরুগুয়ের স্ট্রাইকার দিয়েগো রোলেন সহজ সুযোগ নষ্ট না করলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তেই পারত গতবারের চ্যাম্পিয়নরা। গোল না পেলেও বেশ কয়েকবার নিজের ঝলক দেখান লিওনেল মেসি। কোপা আমেরিকার প্রথম ম্যাচে আর্জেন্টিনা প্যারাগুয়ের বিপক্ষে প্রথমে ২-০ গোলে এগিয়ে থাকলেও ২-২ গোলে ম্যাচটি ড্র হয়। ওই ম্যাচের পর বেশ চাপে পড়ে গিয়েছিল আর্জেন্টিনা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*