আন্তর্জাতিক ডেস্ক ।। ইসলামিক রাষ্ট্রগুলোর সহযোগিতামূলক সংগঠন- ওআইসি মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে পাকিস্তানের প্রস্তাবে অনুমোদন দিয়েছে।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, রোহিঙ্গা মুসলিম প্রসঙ্গে ওআইসি’র রাষ্ট্রদূত পর্যায়ের এক সম্মেলনে জাতিসংঘে কর্মরত পাকিস্তানের রাষ্ট্রদূত ওআইসিভুক্ত দেশগুলোর প্রতিনিধিদলকে জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের কাছে রোহিঙ্গা ইস্যুতে মানবিক অনুভূতির কথা তুলে ধরার প্রস্তাব দেন। সম্মেলনে রোহিঙ্গা মুসলিমদের ওপর রাষ্ট্রীয় পর্যায়ে বৈষম্যের বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয়।