বিশ্বকাপের মধুর প্রতিশোধ নিলো বাংলাদেশ

bdখেলাধুলা ডেস্ক ।। ১২৮ রানে ৫ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছিল ভারতীয় দল। এরপর রায়না ও জাদেজা মিলে অসাধারণ এক জুটি গড়ে বাংলাদেশের কাছ থেকে ম্যাচের লাগাম নিজেদের হাতে নেয়ার জোর চেষ্টা চালান। তবে মুস্তাফিজুর রহমানের জোড়া আঘাতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিক বাংলাদেশ। ৩৭তম ওভারে পরপর দুই বলে রায়না ও অশ্বিনকে আউট করে বাংলাদেশকে জয়ের পথ দেখান অভিষিক্ত এই পেসার।
বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ ২টি, মোস্তাফিজুর রহমান ৫টি, মাশরাফি বিন মর্তুজা ১টি ও সাকিব আল হাসান ২টি করে উইকেট নেন।
অবশেষে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিংয়ে ২২৮ রানে অলআউট হয়েছে ভারতীয় দল। বাংলাদেশ প্রথম ওয়ানডেতে জিতে গেল ৭৯ রানের বিশাল ব্যবধানে।
প্রথম ওয়ানডে ম্যাচেই উত্তেজনা-রোমাঞ্চ বেশ জেঁকে ধরেছে বাংলাদেশের টাইগার সমর্থকদের। ভারতের বিরুদ্ধে জয়ের নেশায় বুদ গোটা বাংলাদেশ। জয়ের জন্য চ্যালেঞ্জিং স্কোরও গড়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার বাংলাদেশের মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের সংগ্রহ ৪৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩০৭ রান। ৩০৮ রানের জয়ের টার্গেটে করতে নামে ভারত।
ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে রহিত শর্মা (৬৩), সুরেশ রায়না (১৭), জাদেজা (৩২) শেখর ধাওয়ান (৩০), অজিঙ্কা রাহানে (৯), ধোনি (৫), মুহিত শর্মা (১১), অশ্বিন (০), বিরাট কোহলি (১), যাদব (২) ও কুমার (২৫) রান করে আউট হন।
এর আগে, ৪৯.৪ ওভার খেলে সবকয়টি উইকেট হারিয়ে ৩০৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ তামিম ইকবাল ৬০ ও দ্বিতীয় সর্বোচ্চ সৌম্য সরকার ৫৪ রান করেন।
বৃহস্পতিবার দুপুরে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বিকাল ২.৩০টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিবারাত্রির এই ম্যাচটি শুরু হয়।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব-আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।

ভারত একাদশ : শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রণ অশ্বিন, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব ও মোহিত শর্মা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*