জাতীয় ডেস্ক ।। আইনমন্ত্রীর পর কি এবার ধরা খাচ্ছেন স্মৃতি ইরানি এমন গুঞ্জন চলছে। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানির শিক্ষাগত যোগ্যতা যাচাই করার দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাই প্রহ্লাদ। এবিপির এক প্রতিবেদনে এমন খবর জানা গেছে।
তিনি বলেছেন, দিল্লির আইনমন্ত্রী জিতেন্দ্র সিংহ তোমরের মতো স্মৃতির শিক্ষাগত যোগ্যতাও যাচাই করে দেখা উচিত। প্রহ্লাদ অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, যেভাবে তোমরের ডিগ্রি খতিয়ে দেথা হচ্ছে তেমনি স্মৃতির ডিগ্রির ক্ষেত্রেও করা উচিত।
উল্লেখ্য, আম আদমি পার্টি ও কংগ্রেস এরই মধ্যে অভিযোগ করেছে, স্মৃতি যে শিক্ষাগত যোগ্যতার দাবি করেন তা ভুয়া। এ বিষয়ে তারা তদন্তের দাবিও জানিয়েছে। ললিত মোদী বিতর্কে অবশ্য সুষমা স্বারাজের পক্ষেই কথা বলেছেন প্রহ্লাদ। তিনি বলেছেন, এটা একেবারেই মানবিক বিষয়। এতটা ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো উচিত নয়। কালো টাকা উদ্ধারের জন্য কেন্দ্র সব ধরনের চেষ্টা চালাচ্ছে বলেও প্রহ্লাদের অভিমত। বিদেশের থেকে দেশেই বেশি কালো টাকা রয়েছে বলে মন্তব্য করেন তিনি। রান্নার গ্যাস রেশনের মাধ্যমে সরবরাহের বন্দোবস্ত করার দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর ভাই।