ওবামার দেয়া মোদির স্যুট কিনে বেড়াজলে হীরা ব্যবসায়ী

nmজাতীয় ডেস্ক ।। একেই বলে ‘নাকের বদলে নরুণ’। নিলামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম লেখা স্যুট কিনে খবরের শিরোনাম হয়েছিলেন সুরাটের ব্যবসায়ী। এবার সেই নিলামের প্রতিদান হিসেবে ওই ব্যবসায়ীকে বিশেষ মুনাফা পৌঁছে দেয়ার অভিযোগ উঠল গুজরাট সরকারের বিরুদ্ধে।
সফররত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকে নিজের নাম লেখা দামি স্যুট পরেছিলেন প্রধানমন্ত্রী। তার পোশাক বিলাসিতা এবং আত্মপ্রচারের বিরুদ্ধে সমালোচনায় মুখর হয়েছিলেন বিরোধীরা। এরপর অনেক মূল্যের সেই পোশাক নিলামে চড়িয়ে আবার বিতর্ক তৈরি করেন মোদি।
সুরাট পৌরসভার কমিশনার মিলিন্দ তোরাভানে জানিয়েছিলেন, নিলামের অর্থ কেন্দ্রের ‘গঙ্গা দূষণ রোধ’ প্রকল্পের তহবিলে জমা পড়বে। তিনদিন নিলাম শেষে মোট ৪.৩১ কোটি টাকা দিয়ে প্রধানমন্ত্রীর সেই পোশাক কিনেছিলেন সুরাটের হীরা ব্যবসায়ী লালজীভাই পটেল। সম্প্রতি তাকে বিশেষ সুযোগ পাইয়ে দেয়ার অভিযোগ উঠেছে সুরাটের বিজেপি সরকারের বিরুদ্ধে।
বিরোধীদের দাবি, উচ্চমূল্যে মোদির স্যুট কেনার ফলে ঘুরপথে লালজীভাইকে পুরস্কৃত করেছে গুজরাট প্রশাসন। এ নিয়ে বেড়াজালে পড়েছেন তিনি। অভিযোগ, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সুরাট পৌরসভার এক প্রকল্পের জন্য অধিগৃহীত জমি লালজীভাইকে ফিরিয়ে দিয়েছে প্রশাসন।
জানা গেছে, গুজরাট স্পোর্টস ক্লাবের কাছে অভিজাত এলাকায় প্রায় ৫৪ কোটি টাকা মূল্যের জমি সরাসরি ওই হীরা ব্যবসায়ীর নামে নথিভুক্ত করা হয়েছে। গুজরাট স্পোর্টস ক্লাবের কাছে অভিজাত এলাকায় প্রায় ৫৪ কোটি টাকা মূল্যের ওই সম্পত্তি সরাসরি হীরা ব্যবসায়ীর নামে ফের নথিভুক্ত করা হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*