আগরতলা, ১৮ জুন ।। প্রাইভেট টিউশন নিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় আলোড়ন সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাজ্যের প্রাইভেট টিউশনের পক্ষে পথে হাঁটলেন অভিভাবক সহ পড়ুয়ারা। মূলত মাধ্যমিক এবং উচ্চতর মাধ্যমিক স্তরে বিদ্যালয়ের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের প্রতিবাদে শহরের পথে হাঁটলেন অভিভাবক সহ পড়ুয়ারা। বৃহস্পতিবার বেলা ১২টায় ত্রিপুরা স্টেট মিউজিয়ামের সামনে দলে দলে জড় হন স্কুল পড়ুয়া ও অভিভাবকরা। সেখান থেকে অভিভাবক সহ পড়ুয়ারা হাতে ‘প্রাইভেট টিউশন ছাড়া চলবেনা’ প্লে কার্ড নিয়ে প্রাইভেট টিউশনের পক্ষে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছেন।