তারায় তারায় ডেস্ক ।। সবার অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেয়েছে সালমান খানের ‘বাজরাঙ্গি ভাইজান’ এর সম্পূর্ণ ট্রেলার।
‘বাজরাঙ্গি ভাইজান’ সিনেমাটি নিয়ে ভক্তদের আগ্রহের অন্ত নেই। গত মাসে মুক্তি পাওয়া ট্রেলারটি দেখেই ভক্তরা ও ফিল্ম ইন্ডাস্ট্রির সকলে প্রশংসা করেছেন। তাই অধীর আগ্রহে সকলে প্রতীক্ষা করছেন পুরো ট্রেলারটি দেখার জন্য। ১৮ জুন ট্রেলারটি মুক্তির সাথে সাথে গত ১৫ ঘন্টায় ভিউয়ার্স সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ছয় লাখেরও উপরে।কবির খানের পরিচালনায় এই ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করেছেন কারিনা কাপূর। এছাড়াও রয়েছেন- নওয়াজউদ্দিন সিদ্দিকি। ট্রেলার শুরু হয়েছে সেই বোবা মেয়েটিকে দিয়ে। যে পাকিস্তানি। ঘটনাচক্রে সে ভারতে এসে পড়েছে। তাকে একে একে শহরের নাম বলছে পবন কুমার চতুর্বেদি। তাকে সবাই বাজরাঙ্গি বলে ডাকে।
পবন তাকে বলেছে, যেই শহরে সে থাকে, তার নাম বললে মেয়েটি হাত তুলবে। কিন্তু, কোনটাতেই সে হাত তোলে না। অবশেষে পাকিস্তানের নাম আসে। এবার তাকে দেশে ফেরানোর জন্য পাসপোর্টের খোঁজ শুরু করে পবন। আলাপ হয় সাংবাদিক নওয়াজ়উদ্দিন সিদ্দিকির সাথে।
বলিউড চলচ্চিত্রের একজন সফল নায়ক সালমান খান। সালমান খানের পুরো নাম আব্দুর রশিদ সেলিম সালমান খান। ইতোমধ্যেই ৮০টির বেশী হিন্দি ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।