দেবজিত চক্রবর্তী, আগরতলা, ০৪ সেপ্টেম্বর ।। মেগা ব্লক নিয়ে যখন রাজ্যের দাবী নিয়ে মূখ্যমন্ত্রী শেষ দেখতে প্রধানমন্ত্রীর সঙ্গে বার্তালাপের প্রস্তুতি নিচ্ছেন, তার মধ্যেই বৃহস্পতিবার লংতরাই রেল লাইনে ধ্বস পড়ে যাএীরা দুর্ভোগের মুখোমুখী হন। রেলের আগমন নির্গমন বন্ধ হয়ে পড়ে। যোগেন্দ্রনগর রেল স্টেশনে বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয় আগরতলা থেকে রেল কখন ছাড়বে তার নিশ্চয়তা নেই। রেল লাইনে ধ্বস পড়ায় রেলযাএীরা চরম সঙ্কটের মুখে খোঁজ নিতে থাকেন লংতরাইয়ে ধ্বস সরানো হয়েছে কিনা।
[ফাইল ছবি]