জাতীয় ডেস্ক ।। উত্তরপ্রদেশ রাজ্যের প্রতাপগড়ে একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৩ জন। এদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এলাহাবাদের নিকটবর্তী ওই হোটেলে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করছে স্থানীয় পুলিশ প্রশাসন। গুরুতর আহতদের এলাহাবাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।