জাতীয় ডেস্ক ।। মুম্বাইয়ে বিষাক্ত মদপান করে কমপক্ষে ৩৫ জন মারা গেছেন। শুক্রবার বিবিসি এ খবর জানিয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়, মুম্বাইয়ের মালাদা বস্তির অধিবাসীরা বুধবার সকালে মদ পান করে। এরপর তারা অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে তাদের মৃত্যু হয়। ওই দিনের ঘটনায় আরো প্রায় ২০ জন চিকিৎসাধীন রয়েছেন। ফলে মৃত্যের সংখ্যা আরো বাড়তে পারে। এক ভিকটিমের স্ত্রী তায়রা খান বলেন, “তার স্বামী পেটে ব্যথা ও বমি বমি ভাব শুরু হলে, বৃহস্পতিবার সকালে হাসপাতালে ভর্তি করা হয়। এর তিনঘণ্টা পর তিনি মারা যান। তাদের তিনটি সন্তান রয়েছে।” বিবিসির প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, সস্তায় স্থানীয় মদ (চোলাই) পাওয়া যায়। এর ফলে দেশে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে থাকে। এর আগে ২০০৯ সালের সেপ্টেম্বরে উত্তর প্রদেশে ৩০ জন, ২০০৯ সালের জুলাইতে গুজরাটে ১০০ জন ও ২০১১ সালে পশ্চিমবঙ্গে ১৭০ জন মদ পানে মারা গিয়েছিল।