গোপাল সিং, খোয়াই, ১৯ জুন ।। শুক্রবার বিকেলে কল্যানপুর থানা এলাকার অমরকলোনী গ্রামের মাটির রাস্তার উপর দৃই মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য বিরাজ করছে। প্রত্যক্ষদর্শীরা ঘটনাটি দেখতে পেয়ে খবর পৌছান কল্যানপুর থানায়। পুলিশ এসে দুটি মৃতদেহকেই ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। তবে দুজেনর মধ্যে একজনকে সনাক্ত করা গেলেও অপরজন এখনো অজ্ঞাত। পুলিশ সূত্রে খবর একটি মৃতদেহ রবীন্দ্র বর্মা নামে ৪৫ বছর বয়সী এক ব্যাক্তির। অপরজনকে সনাক্ত করা যায়নি। রবীন্দ্র দেববর্মার বাড়ী আমরকলোনীর শিবিরে বলেই জানা গেছে। তবে প্রাথমিক পুলিশি তদন্তে যে তথ্য সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে দুই মৃত ব্যাক্তিরই মুখ দিয়ে অজস্র রক্ত বেরোচ্ছিল। তাছাড়া দুজনেরই মুখ থেকে মদের গন্ধও পাওয়া যায় বলে জানা গেছে। তবে প্রকৃত অর্থে এটা খুন নাকি আত্মহত্যা তা নিয়েই ধন্দে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত কোন কিছুই হলফ করে বলা যাচ্ছেনা। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে দুজনকেই পরিকল্পিতভাবে খুন করা হতে পারে। মৃত ব্যাক্তিদের মধ্যে একজনের পরনে ছিল গামছা এবং অপরজনের পরনে ছিল প্যান্ট। কিন্তু খালি গায়ে অমরকলোনীর মেটে রাস্তার উপর এভাবে দুই ব্যাক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারে গোটা কল্যানপুর জুড়েই চাঞ্চল্য বিরাজ করছে।