দেবজিত চক্রবর্তী, আগরতলা, ০৪ সেপ্টেম্বর ।। সম্প্রতি কেরালার কান্নুরে আর এস এস কর্মী খুনের ঘটনায় CPI(M)-র যোগাযোগ রয়েছে অভিযোগে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ অনুগামীরা দিল্লী ও পুনের CPI(M) দলীয় কার্যালয়ে হামলা চালায়। ইতি মধ্যেই CPI(M)-র শীর্ষনেতৃত্বের তরফে এই হামলা হুজ্জুতির তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। CPI(M) দলীয় কার্যালয়ে সম্প্রতিক এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজ্যে বৃহস্পতিবার ধিক্কার কর্মসূচি পালন করেছে CPI(M) সমর্থিত বিভিন্ন সংগঠন। প্যারাডাইস চৌমূহনীতে ধিক্কার কর্মসূচি পালনে প্রতিবাদ মিছিলের আয়োজনে পথ হেঁটেছেন দলীয় কর্মীরা।
প্যারাডাইস চৌমূহনী থেকে শান্তনু চক্রবর্তীর তোলা ছবি।