ল্যান্ডমাইন খুঁজবে ইঁদুর

retআন্তর্জাতিক ডেস্ক ।। কম্বোডিয়া ল্যান্ডমাইন খুঁজতে এবার ইঁদুরের বাহিনী তৈরি করতে চলেছে দেশটির সরকার। ল্যান্ডমাইন খুঁজে বের করার জন্য ইঁদুর গুলোকে আগে থেকেই প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা গেছে।
কম্বোডিয়ার মাইন অ্যাকশন সেন্টারের পক্ষ থেকে হেং রতনা জানিয়েছেন, “তানজানিয়া থেকে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ইঁদুর ধরে আনছেন তারা। প্রায় ১৬টি ইঁদুরকে আবার প্রশিক্ষণ দেয়া হবে।”
একই সাথে রতনার দাবি, যদি কম্বোডিয়া এই পরীক্ষায় সফল হয় তাহলে আগামী দিনে এই প্রকল্পের পথেই হাঁটবে তার দেশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*