দেবজিত চক্রবর্তী, ২১ জুন ।। ২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালনের জন্য বিশ্বজুড়ে প্রস্তুতি শুরু হয়েছে অনেক আগে থেকেই। সূর্যনমস্কারের সহজ পদ্ধতি সম্বলিত ১২টি প্রক্রিয়ার ৩৫মিঃ ব্যাপী ভিডিও চিত্র তৈরী করেছেন ভারতের যোগ প্রশিক্ষকরা। যাদের স্পন্ডেলাইটসের সমস্যা রয়েছে তারা সূর্যনমস্কারের এই প্রক্রিয়াগুলো করতে পারবেন না।
২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবসে ভারতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিল্লীর রাজপথে যোগ দিবসের অনুষ্ঠানে প্রায় ৩৫ হাজার মানুষ নিয়েছেন, এছাড়াও ভারতের ৬৫০টি জেলায়পালিত হয়েছে আন্তর্জাতিক যোগ দিবস। ১১ লক্ষ NCC ক্যাডেট ৯ লক্ষ সশস্ত্র বাহিনীর সদস্যও সামিল হয়েছেন আন্তর্জাতিক যোগ দিবসে। আন্তর্জাতিক যোগ দিবস পালনের পেছনে অন্যতম পথিকৃৎ ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সক্রীয় ভাবে অংশ নেন দিবসটিতে। ভারতের জন্য এই অবস্মরনীয় দিবসে ১০ টাকা এবং ১০০ টাকার দু’খানা নতুন মুদ্রা সহ বিশেষ ডাকটিকিটের উন্মোচিত হয় ২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবসে। বালক থেকে বৃদ্ধ সবার জন্যই সুস্থতার বিকল্পহীন এক প্রক্রিয়া হচ্ছে যোগাসন।দিল্লির রাজপথে VVIP মঞ্চ থেকে নেমে মিশে গেলেন সাধারণের ভিড়ে। প্রধানমন্ত্রী যোগ দিলেন যোগাভ্যাসে। যোগে যোগদান করেছেন রাষ্ট্রপতিও।