রাজ্যেও সাড়ম্বড়ে পালিত আন্তর্জাতিক যোগ দিবস

nvygদেবজিত চক্রবর্তী, আগরতলা, ২১ জুন ।। ভারতের সুপ্রাচীন সভ্যতার অমূল্য সম্পদ হচ্ছে যোগাসন। পৌরানিক শাস্ত্রসমূহে যোগাসনের উৎপত্তির বিস্তৃত ব্যাখ্যা যেমন রয়েছে তেমনি উল্লেখ রয়েছে এদেশের মুনী ঋষিরা যোগাভ্যাসের মধ্য দিয়ে জীবনের স্থায়িত্বকে দীর্ঘায়িত করতে পারতেন। ভারতবর্ষের যোগাসনকে পদ্ধতিগতভাবে অনুশীলনের জন্য ঋষি পতঞ্জলী সর্বপ্রথম পদক্ষেপ নিয়েছিলেন সুপ্রাচীন এই যোগাসন প্রক্রিয়া, গোটা পৃথিবীতেই বর্তমানে জীবনের নতুন দিশা হয়ে দাঁড়িয়েছে। বলা হয়ে থাকে যোগাসন হচ্ছে এমন এক শৈলী যেখানে একটা মানুষের সার্বিক সুস্থতার জন্যই শুধু নয় মানষিক ভাবেও এতটাই শক্তি যোগায় যার ফলে জটিল জীবনের কঠিন পরিস্থিতি থেকে উত্তোরন অনেকটাই সহজ হয়ে যায়। বলতে দ্বিধা নেই যোগাসন কোটি কোটি বিশ্ববাসীর কাছে সুস্থতার অনন্য মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। যোগাসনের বিশ্বপরিচিতি এবার বিশ্বস্বীকৃতি পেল ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর অক্লান্ত প্রয়াসের দৌলতে।
২১শে জুন বিশ্বের বুকে প্রথমবারের মতো পালিত হয়েছে আন্তর্জাতিক যোগ দিবস বা IDA । ১৯২টি দেশে সাড়ম্বরে যোগ দিবস পালনের বিষয়টিকে গিনীস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড –এ লিপিবদ্ধ করার আবেদন করেছে ভারতবর্ষ। ১৭৭টি দেশ সক্রিয় ভাবে আয়োজন করেছে ২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবস।
উল্লেখ্য ভারতের প্রধানমন্ত্রী বিগত বছরের সেপ্টেম্বর মাসে রাষ্ট্রসংঘে উত্থাপন করেছিলেন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষনার। বিস্ময়ের ব্যাপার হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর এই আবেদনে অদ্ভুৎপূর্ব সমর্থনই শুধু নয় রাষ্ট্রসংঘের ইতিহাসে এত অল্প সময়ে এমন স্বীকৃতি ঘোষনা ও বিরল ঘটনা। আন্তর্জাতিক যোগ দিবস ইয়েমেনে পালন করা হবেনা কারন সেখানকার পরিস্তিতির জন্য ভারতীয় রাষ্ট্রদূতের অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। বিশ্বের ৪৭টি মুসলিম দেশ অনুমতি দিয়েছে বিদেশে ভারতীয় মিশন অফিস গুলিতে পালিত হয়েছে যোগ দিবস, তবে পাকিস্থান এতে অনীহা প্রকাশ করেছে।
২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালনের জন্য বিশ্বজুড়ে প্রস্তুতি শুরু হয়েছে অনেক আগে থেকেই। সূর্যনমস্কারের সহজ পদ্ধতি সম্বলিত ১২টি প্রক্রিয়ার ৩৫মিঃ ব্যাপী ভিডিও চিত্র তৈরী করেছেন ভারতের যোগ প্রশিক্ষকরা। যাদের স্পন্ডেলাইটসের সমস্যা রয়েছে তারা সূর্যনমস্কারের এই প্রক্রিয়াগুলো করতে পারবেন না।
২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবসে ভারতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিল্লীর রাজপথে যোগ দিবসের অনুষ্ঠানে প্রায় ৩৫ হাজার মানুষ নিয়েছেন, এছাড়াও ভারতের ৬৫০টি জেলায়পালিত হয়েছে আন্তর্জাতিক যোগ দিবস। ১১ লক্ষ NCC ক্যাডেট ৯ লক্ষ সশস্ত্র বাহিনীর সদস্যও সামিল হয়েছেন আন্তর্জাতিক যোগ দিবসে। আন্তর্জাতিক যোগ দিবস পালনের পেছনে অন্যতম পথিকৃৎ ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সক্রীয় ভাবে অংশ নেন দিবসটিতে। ভারতের জন্য এই অবস্মরনীয় দিবসে ১০ টাকা এবং ১০০ টাকার দু’খানা নতুন মুদ্রা সহ বিশেষ ডাকটিকিটের উন্মোচিত হয় ২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবসে। বালক থেকে বৃদ্ধ সবার জন্যই সুস্থতার বিকল্পহীন এক প্রক্রিয়া হচ্ছে যোগাসন।
২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবসে রাজ্যেও সরকারী বেসরকারী স্তরে পালিত হয়েছে নানা অনুষ্ঠান। আগরতলার জয়নগরস্থিত নবদিগন্ত সামাজিক সংস্থায় পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*