কর্নেল চৌমূহনীতে কর্নেল মহিম ঠাকুরের মর্মর মূর্তির আবরন উন্মোচন

Untitled-2দেবজিত চক্রবর্তী, আগরতলা, ০৪ সেপ্টেম্বর ।। রাজন্য শাসনের সময় বীরচন্দ্র মানিক্য, মহারাজা রাধাকিশোর মানিক্য এবং বীরেন্দ্র কিশোর মানিক্যের অনুগত পরিবার ছিল মহিম ঠাকুরের পরিবার। মহিম ঠাকুরের পিতা ভারতচন্দ্র ঠাকুর ছিলেন রাজ আমলে বিচারকার্য প্রনালীর প্রধান, সাবিত্রী দেবীর সুযোগ্য সন্তান ছিলেন মহিম ঠাকুর।
রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুস্পুত্র বরেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে একসাথে পড়াশুনা করেছিলেন মহিম ঠাকুর কোলকাতার হেয়ার কলেজে। সেইসূত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের সঙ্গে ঘনিষ্টতা ছিল মহিম ঠাকুরের। ত্রিপুরার রাজ পরিবারের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্ক স্থাপনে বিশেষ ভূমিকা ছিল মহিম ঠাকুরের। তৎকালীন সময়ে ত্রিপুরার উন্নয়নে কর্মসূচী রুপায়নে মহিম ঠাকুরের অবদান ছিল।
বৃহস্পতিবার শহরের কর্নেল চৌমূহনীতে কর্নেল মহিম ঠাকুরের মূর্তির আবরন উন্মোচন করেছেন রাজ্যের পরিবহন তথা নগর উন্নয়ন মন্ত্রী মানিক দে।

কর্নেল চৌমূহনী থেকে শান্তনু চক্রবর্তীর তোলা ছবি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*