স্কুলে যোগব্যায়ামে ১০০ নম্বর, ভালো করলে ৫ লাখ

irজাতীয় ডেস্ক ।। দেশজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে ধুমধাম করে পালিত হয়েছে আন্তর্জাতিক যোগদিবস। রাজপথে যোগব্যায়াম করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার স্কুল সিলেবাসে ঢোকানো হচ্ছে যোগচর্চাকে। স্কুলে শিখতে হবে নানা ধরনের আসন।
এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানি। সব কেন্দ্রীয় সরকার পরিচালিত স্কুলে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত রীতিমতো ১০০ নম্বরের বিষয় হিসাবে যোগব্যায়াম পড়তে হবে বলে জানিয়েছেন তিনি।
স্মৃতি বলেছেন, আপার প্রাইমারি ও সেকেন্ডারি (ষষ্ঠ থেকে ক্লাস টেন পর্যন্ত) ক্লাসে যোগ শেখানো হবে। আমরা ঠিক করেছি, ৮০ শতাংশ নম্বর বরাদ্দ থাকবে হাতেকলমে অর্থাৎ প্র্যাকটিকালে। বাকি ২০ শতাংশ নম্বর প্রশ্নোত্তর অর্থাৎ থিওরি পেপারের জন্য। পডুয়াদের কাছ থেকে আমি এই আশ্বাস চাই যে, তারা পূর্ণ মনোযোগ, ভালোবাসা দিয়ে যোগ অনুশীলন করবে।
এর ফলে পড়ুয়াদের ওপর কোনো বাড়তি বোঝা চাপবে বলে মনে করছেন না স্মৃতি। মন্ত্রীর ঘোষণা অনুযায়ী যোগব্যায়াম শিখতে হবে দেশের সব কেন্দ্রীয় বিদ্যালয়, জওহর নবোদয় বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম ক্লাসের ছেলেমেয়েদের।
অঙ্ক, বিজ্ঞান, কমার্স, কলা বিভাগের নানা বিষয়ের ভারে এমনিতেই চাপে পড়া পড়ুয়ারা। এর ফলে আরো একটা পরীক্ষার ভয় যাতে না ঢুকে যায়, সেজন্য তিনি বলেন, যোগব্যায়ামকে স্কুলে পড়ার বিষয় হিসাবে নিয়ে আসার সিদ্ধান্তের পেছনে লক্ষ্যটা হলো, বাচ্চারা যেন খুশি মনে হাসতে হাসতে স্কুলে যায়। স্কুলে শারীরিক কার্যকলাপ বাড়ানোর ওপর জোর দেয়া হচ্ছে।
স্মৃতি ঘোষণা করেন, আগামী বছর রাজধানীতে জাতীয় স্তরের যোগব্যায়াম প্রতিযোগিতার আসর বসবে। সেখানে সবচেয়ে ভালো পারফর্ম করা পড়ুয়াকে ৫ লাখ টাকা দিয়ে পুরস্কৃত করা হবে।
এদিন যোগব্যায়ামের সিলেবাস, কোর্স মেটেরিয়ালও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন স্মৃতি। তিনি জানান, রাজ্যগুলোর এই সিলেবাস তাদের স্কুলগুলোকে অনুসরণ করার, তাদের পাঠ্যসূচির সঙ্গে যুক্ত করার ব্যাপারে স্বাধীনতা থাকবে। স্কুলে পড়ুয়াদের শেখানোর জন্য একদল শিক্ষককে প্রশিক্ষণ দিয়ে তৈরি করার উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানিয়েছেন স্মৃতি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*