খোয়াইয়ে কৃষকদের কষ্টের কৃষিজ ফসল নষ্ট করছে বাংলাদেশী গবাদি পশু

kheগোপাল সিং, খোয়াই, ২২ জুন ।। সারা দিন কায়িক পরিশ্রম করে ধানের জমিতে ফসল ফলান কৃষকরা। আর সেই ফসল কিনা খেয়ে নিচ্ছে বাংলাদেশী গবাদি পশুরা! খোয়াই মহকুমার সীমান্ত লাগুয়া গ্রাম আশারামবাড়ী। রাজ্যের কৃষি মন্ত্রীর নির্বাচনী এলাকা। সীমান্ত সংলগ্ন কৃষকদের ধানের ক্ষেত উজার করে দিচ্ছে সীমান্ত ওপারের গবাদি পশু। খেতের ফসল পাকার আগেই সব খেয়ে নিচ্ছে। খোয়াই আশারামবাড়ী এলাকার কৃষকদের তাই এখন মাথায় হাত। 
কৃষি নির্ভর এলাকায় বছরের পর বছর ধরে কৃষকরা লোকসানের সম্মুখিন হলেও কৃষক স্বার্থে এগিয়ে আসছেনা সীমান্তরক্ষী বাহিনী, মহকুমা কিংবা জেলা প্রশাসন। আশারামবাড়ী এলাকার কৃষকরা বলছেন কাঁটা তারের বেড়ার বাইরে তাদের সমস্ত খেত রয়েছে। ঐ খেতে এতদিন ধান চাষ করে তারা কিছুটা লাভের মুখ দেখেছিলেন ঠিকই কিন্তু বছর খানেক ধরে ঐ ধান তারা ঘরে তুলতে পারছেন না। কারন প্রতিদিন বাংলাদেশের গরু ও ছাগল ভারতীয় কৃষকদের কষ্টের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। খেতের সব ধান খেয়ে নিচ্ছে গরু-ছাগল। এই অবস্থায় আশারামবাড়ীর কৃষকরা গত একবছর ধরে কাঁটা তারের বেড়ার বাইরের জমিতে ধান চাষ বন্ধ করে দিয়েছেন। বর্তমানে কৃষকরা ঐ খেতে সবজী চাষ শুরু করলে তাও রক্ষা পাচ্ছেনা। স্থানীয় কৃষকদের অভিযোগ সীমান্তে প্রহড়ারত বি.এস.এফ. জওয়ানদের এই সমস্যার কথা জানিয়েও কোন লাভ হচ্ছেনা। কৃষকদের আরোও অভিযোগ সীমান্ত রক্ষী বাহিনীর চোখের সামনেই প্রতিদিন ভারতীয় কৃষকের খেতের ফসল নষ্ট হতে থাকলেও বি.এস.এফ. তাতে কোন প্রতিরোধ তৈরী না করে উল্টো ভারতীয় কৃষকদেরই ভয়-ভীতি দেখাচ্ছে। দুই দেশের সীমান্ত সমস্যা নিয়ে বি.এস.এফ. পাশ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বি.জি.বি.’র সাথে ফ্ল্যাগ মিটিং করে কৃষক স্বার্থে এই সমস্যাটির সমাধান খুঁজে বের করার প্রয়াস করতে পারে। কিন্তু এধরনের কোন উদ্যোগ বিএসএফ-এর তরফে গ্রহন না করায় না করায় প্রচন্ড ক্ষোব্ধ আশারামবাড়ীর কৃষকরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*