দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৩ জুন ।। মঙ্গলবার, মিলনসংঘ BOC সংলগ্ন নেহেরু যুব কেন্দ্রের সামনে DYFI–র রাজ্য কমিটির আহ্বানে বিক্ষোভ সভার আয়োজন করা হয়। DYFI–র তরফে সমালোচনা করে নেহেরু যুব কেন্দ্র নিয়ে সাম্প্রতিক ঘটনাবলীতে গেরুয়াকরনের প্রয়াস বলে অভিহিত করা হয়েছে। DYFI রাজ্য কমিটি আহুত মিলনসংঘের বিক্ষোভ সভায় নেহেরু যুব কেন্দ্রকে গেরুয়াকরন ও RSS–র কর্মীদের সম্পৃক্ত করনের বিরুদ্ধে মানুষকে সোচ্চার হোয়ার আহ্বান জানানো হয়েছে। মিলনসংঘে DYFI–র রাজ্য কমিটির বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী, রাজ্য সভাপতি পঙ্কজ ঘোষ সহ আরো অনেকে।