দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৪ জুন ।। যেদিন শোনা সেদিন থেকেই শুরু হয়েছিল দিন গোনার। দিনে রাতের প্রহর অতিক্রম করে আগরতলা শহরটাও রোজ একটু একটু করে অন্যরুপে সেজে উঠেছে। পুর নিগমের আইন থাকলেও দালানের গা ঘেঁষে দালান তৈরী হচ্ছে – পরিস্থিতি এমন পর্যায়ে ইচ্ছে করলে ছাদে দাঁড়িয়ে দুই গৃহস্থ অনায়াসেই করমর্দন করতে পারেন। ইদানিং কালে শহরে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে এলইডি লাইট রাস্তা আলোকিত করছে – এই আলোর সঙ্গে অনেকেই অন্যরকম মাদকতার উপভোগ করছেন। সবটাই আধুনিকতার পথে পা বাড়ানো।
এবার উড়ালপুল তৈরী হতে যাচ্ছে প্রাথমিক পর্বে বটতলায় পার্কের অংশ ভাঙ্গা হচ্ছে, উড়ালপুলের পিলার বসানোর জন্য মাটি কাটার কাজ শুরু করা হয়েছে, কাজের সুবিধার জন্য নির্দিষ্ট এলাকায় ব্যারিকেড দেয়া হয়েছে। মাটি খোঁড়াখুঁড়ি আর শ্রমিকের ব্যস্ততার ছবি বটতলায় – পদব্রজের পথচারীরাও সামান্য বিরতি দিয়ে বেলচা কোদালের কাজ দেখতে দাঁড়িয়ে পড়েছেন – মনে যেন উড়াল দেয়ার স্বপ্ন।