নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৪ সেপ্টেম্বর ।। বৃহস্পতিবার শহরের আজাদ হিন্দ সংঘে পূজোর জন্য তৈরী করা মূর্তি ভেঙ্গে ফেলল একদল দুষ্কৃতি। সংঘের পক্ষ থেকে সন্ধ্যার পর পূর্ব থানায় ডেপুটেসান দেওয়া হয়। আজাদ হিন্দ সংঘের পক্ষ থেকে পূর্ব থানায় সন্দেহ মূলক ভাবে তিন জনের নাম দেওয়া হয়। সংঘের সন্দেহ মূলক নাম হল কিশোর গোপ, সুব্রত সাহা এবং প্রদীপ দেবনাথ। থানায় ডেপুটেসানের পর পূর্ব থানার পুলিশ ঘটনা স্থলে যায়। যদিও খবর লেখা পর্যন্ত কাউকেই আটক করতে পারেনি পুলিশ।
জানা গেছে আজাদ হিন্দ সংঘে এবার পূজার থিম ছিল ‘রাম চন্দ্রের অকাল বোধন’।
রাজীব সাহার তোলা ছবি।