আন্তর্জাতিক ডেস্ক ।। নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন আরেকটি সম্মাননা ডিগ্রি গ্রহণ করেছেন। গত ১৫ জুন কানাডার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন তাকে এই সম্মাননা দিয়েছে। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য আরেক বাঙালি অমিত চাকমার হাত থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করেন। ওয়েস্টার্নে বাংলাদেশি ও পশ্চিমবঙ্গের প্রবাসীদের সাক্ষাৎ দেখা করেছেন অমর্ত্য সেন।
প্রসঙ্গত, অমর্ত্য সেন মাত্র ২৩ বছর বয়সে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের প্রতিষ্ঠাতা এবং পূর্ণ অধ্যাপক হিসেবে যোগদান করেন।
তিনি দুর্ভিক্ষ, মানব উন্নয়ন তত্ত্ব, জনকল্যাণ অর্থনীতি ও গণদারিদ্রের অন্তর্নিহিত কার্যকারণ বিষয়ে গবেষণা এবং উদারনৈতিক রাজনীতিতে অবদান রাখার জন্য ১৯৯৮ সালে অর্থনৈতিক বিজ্ঞানে ব্যাংক অফ সুইডেন পুরস্কার (যা অর্থনীতির নোবেল পুরস্কার হিসেবে পরিচিত) লাভ করেন। ২০০০ সালে তিনি অর্ডার অব কম্প্যানিয়ন অব অনার এ ভূষিত হন।
এছাড়াও ২০১১ সালের ৩০ ডিসেম্বর অমর্ত্য সেনকে বাংলা ভাষার ধারক ও বাহক হিসেবে বাংলা একাডেমিঃ তাদের বার্ষিক সাধারণ সভায় সম্মানসূচক ফেলোশিপ প্রদান করেছে।
এই নিয়ে অমর্ত্য সেন মোট ১০৩টি সম্মানসূচক ডিগ্রি লাভ করেছেন। তার লেখা গ্রন্থাবলী ৩০টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে।