জাতীয় ডেস্ক ।। হেলিকপ্টার দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। বুধবার একাধিক কর্মসূচিতে যোগ দিতে হলদিয়া যান কেন্দ্রীয় মন্ত্রী। তার সফরের জন্য হলদিয়া ময়দানে তৈরি করা হয় অস্থায়ী হেলিপ্যাড। অভ্যর্থনা জানাতে পাতা হয়েছিল লাল কার্পেট। গড়করির হেলিকপ্টার যখন ময়দানে নামছে তখন হঠাৎই হাওয়ায় সেই কার্পেট পেছনের রোটারে জড়িয়ে যায়। দুর্ঘটনা ঘটার আগেই দ্রুত কপ্টারটিকে নামিয়ে আনেন পাইলট। রক্ষা পান গড়করি। কিন্তু এরপর কেন্দ্রীয় মন্ত্রীর কলকাতা ফেরা নিয়ে তৈরি হয় জটিলতা। সরকারি নিয়ম অনুযায়ী, কপ্টারটির পূর্ণাঙ্গ পরীক্ষার পর ছাড়পত্র মিললে তবেই তা কেন্দ্রীয় মন্ত্রীর পরিবহনের জন্য ব্যবহার করা যাবে। তাই গড়করিকে কলকাতায় ফেরাতে দুর্ঘটনাগ্রস্ত কপ্টারটি ব্যবহার করা যাবে না। অথচ রাজ্য প্রশাসনের কাছে বিকল্প কোনো কপ্টার নেই। সড়কপথেও কেন্দ্রীয় মন্ত্রীকে কলকাতায় আনা সম্ভব নয়। সে কারণে বিকল্প হেলিকপ্টারের ব্যবস্থা করতে সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছে রাজ্য প্রশাসন। সেনার কাছে বারাকপুর থেকে কপ্টার পাঠানোর আর্জি জানানো হয়েছে।