দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৪ জুন ।। অলিম্পিক হচ্ছে গোটা বিশ্বের সব চাইতে বৃহৎ ক্রীড়ানুষ্ঠান। গ্রীসের মাটিতে লেখা আছে অলিম্পিকের সূচনা বহু অবিস্মরনীয় ইতিহাস। মূলতঃ বিশ্বের বুকে মানুষের ভেদাভেদ দূর করে সৌভ্রাতৃত্ব আর মহামিলনের আহ্বানেই শুরু হয়েছিল আলিম্পিক। মঙ্গলবার, পৃথিবী যথাযোগ্য সন্মান মর্যাদায় নানা অনুষ্ঠানে স্মরণ করেছে অলিম্পিক ডে। ত্রিপুরার রাজধানী আগরতলায় ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশন এবং রাজ্য যুব কল্যান ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে অলিম্পিক ডে’র র্যালি আদপেই বার্তা দিয়েছে পৃথিবীর বন্ধনকে দৃঢ় করার নতুন অঙ্গিকারের ক্রীয়াঙ্গন থেকে শুরু করে সব পেশার সব বয়সীদের অংশগ্রহনে উমাকান্ত প্রাঙ্গন থেকে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করেছে র্যালী – উল্লেখ্য প্রথমবারের রাজ্যে অলিম্পিক ডে’র আয়োজন স্মরনীয় ইতিহাসের তালিকায় অবশ্যই ঠাঁই করে নেবে। ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশন এবং রাজ্য যুব কল্যান ও ক্রীড়া দপ্তর আয়োজিত এই র্যালী সূচনায় পতাকা নেড়ে শুভযাত্রার সঙ্কেত দেন রাজ্যের রাজ্যপাল শ্রী তথাগত রায়।