দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৪ জুন ।। অলিম্পিক ডে’তে ভারত বাংলাদেশ মৈত্রীর সম্পর্ক আরো শক্ত হয়েছে ফুটবল ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে। ত্রিপুরা অলিম্পিক একাদশ বনাম বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের মধ্যে উমাকান্ত মিনি স্টেডিয়ামে ফুটবল ম্যাচে কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম প্রমান করেছে ফুটবলের টান এখনো রয়েছে ফুটবল
প্রেমীদের প্রানে। মৈত্রী ম্যাচ হলেও দু’দলের মধ্যে প্রতিদ্বন্দিতা উপভোগ করেছে ফুটবল প্রেমী দর্শকরা। দিয়ে। ত্রিপুরা অলিম্পিক একাদশ বনাম বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ দু’দলের মধ্যে খেলা ড্র হয়েছে। খেলার শেষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে সাংসদ জিতেন্দ্র চৌধুরী, বিধানসভার উপাদক্ষ্য পবিত্র কর এবং ক্রিড়া মন্ত্রী সহিদ চৌধুরীর হাতে স্মারক তুলে দেয়।