ইয়েমেনে বিমান হামলা চালিয়ে এসে আত্মহত্যা করলেন সৌদি পাইলট

plnআন্তর্জাতিক ডেস্ক ।। ইয়েমেনি শিশুদের লাশ দেখে আত্মহত্যা করেছেন এক সৌদি পাইলট। ইরানের তাসনিম নিউজ জানিয়েছে, সৌদি রাজ সরকারের ও রাজ দরবারের নানা খবর সম্পর্কে ওয়াকিবহাল সূত্রগুলো বলেছে, মুহাম্মাদ ওমর আল আনজি নামের একজন সৌদি পাইলট ইয়েমেনের রাজধানী সানায় বোমা হামলায় অংশ নেয়ার পর নিহত শিশুদের লাশ ও ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়ির ছবি দেখে আত্মহত্যা করেন। আনজি আত্মহত্যার আগে বন্ধুদের উদ্দেশে লিখেছেন, সানায় বোমা হামলা চালানোর পর ইয়েমেনি শিশুদের লাশের ছবি ও ভিডিও দেখার পর তিনি বিবেকের দংশনের শিকার হয়েছেন।
ওই চিঠিতে তিনি স্বীকার করেছেন যে, ইয়েমেনের ওপর হামলা নিরপরাধ ও অরক্ষিত মানুষের বিরুদ্ধে মহা-অপরাধ। আমরা ইসলামকে ভুলে গেছি এবং আমরাও খ্রিস্টান ও ইহুদিবাদী পাইলটদের পাশাপাশি মুসলমানদের রক্তে জমিনকে রঞ্জিত করতে বাধ্য হয়েছি। ওই চিঠিতে তিনি আরও লিখেছেন, মৃত্যু ছাড়া মুক্তির অন্য কোনো পথ তার সামনে খোলা ছিল না। কারণ জীবিত থাকলে তাকে আবারও ইয়েমেনের বিরুদ্ধে গণহত্যা অভিযানে অংশ নিতে হত।
গত ২৬ মার্চ থেকে ইয়েমেনে নির্বিচার বিমান হামলা চালিয়ে আসছে সৌদি আরব। ইয়েমেনের জনগণের ইচ্ছার বিরুদ্ধে সেখানে নিজের পছন্দের এক ব্যক্তিকে ক্ষমতায় বসাতে এই হামলা শুরু করে সৌদি সরকার। এ পর্যন্ত কয়েক হাজার ইয়েমিনি শিশু ও নারীসহ দশ হাজার বেসামরিক ইয়েমেনি সৌদি হামলায় নিহত হয়েছে। সূত্র : রেডিও তেহরান

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*