গোপাল সিং, খোয়াই, ২৫ জুন ।। প্রাকৃতিক দূর্যোগ এর ভয়াবহ রূপ সদ্য নেপালবাসী দেখেছেন। আমরা এই ভয়াবহ পরিনতি অনুভব করতে পারি কিন্তু এই দূর্যোগ মোকবিলায় আমাদেরও প্রস্তুত থাকতে হবে। কারন ত্রিপুরা সহ গোটা উত্তর-পূর্বাঞ্চল ভূমিকম্প প্রবন অঞ্চল বা জোন হিসাবে চিহ্নিত। তাই রাজ্যের প্রতিটি স্থানেই সরকারী, বে-সরকারী উদ্যোগে চলছে প্রাকৃতিক দূর্যোগ মোকবিলা বা প্রতিহত করতে বিভিন্ন কৌশল বা মহড়ার। এরই অঙ্গ হিসাবে খোয়াই মহকুমা সংশোধনাগারে বুধবার অনুষ্ঠিত হয়ে গেল মহড়া। এদিন খোয়াই মহকুমা সংশোধনাগারের কারাপাল কালীমোহন দাস বলেন, ‘প্রাকৃতিক দূর্যোগের সময় যখন কারাবাসীরা তালাবন্দী থাকবে কিংবা আহত থাকবে তখন তাদের উদ্ধারকারয সঠিকভাবে বাস্তবায়ন করতে প্রস্তুতি হিসাবেই এই মহড়ার আয়োজন। বুধবার এই মহড়ায় অংশ নিল কারারক্ষী সহ সংশোধনাগারের কারাবাসীরাও।