দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৫ জুন ।। ১৩নং প্রতাপগড় আর ৪৬নং সুরমা বিধানসভা কেন্দ্রের শূন্য আসনের সরব প্রচারের সমাপ্তি হয়েছে বৃহস্পতিবার। সরব প্রচার পর্বে বিরোধীদলগুলো বিভিন্ন ইস্যুতে ক্ষমতাসীন দলকে তীব্র সমালোচনায় কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিপরীতে বাম নেতানেত্রীরা মানুষকে কাজের নীরিখে ভোট দেয়ার আহ্বান জানিয়েছে। ডান বাম সবার ভাষন শুনেছেন প্রতাপগড় আর সুরমার মানুষ – এবার সরব প্রচারের শেষে শেষ বিচারের রায়ের প্রস্তুতি নিচ্ছেন। দুই আসনের ভোটের ফলাফল ক্ষমতায় হেরফের না ঘটলেও মানুষের রায় জানান দেবে ত্রিপুরার রাজনীতিতে আগামীর অগ্রগমনের সঙ্কেত। ২৭ মে ১৩নং প্রতাপগড় আর ৪৬নং সুরমা কেন্দ্রে ভোটের যাবতীয় আয়োজন সম্পূর্ণ। কঠোর নিরাপত্তায় সুষ্ঠু অবাধ নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে রাজ্য নির্বাচন আধিকারীক। প্রতাপগড়ের ভোট কেন্দ্রের সংখ্যা ৬১টি, সুরমায় ৫৪টি। ৫০ হাজার ৪ জন ভোটর রয়েছে ১৩নং প্রতাপগড় কেন্দ্রে, সুরমায় ভোটার সংখ্যা ৪২ হাজার ১৫২ জন। ৩০ মে রাজ্যের দুই শূন্য আসনের ভোটের ফল প্রকাশ হবে – জনতার রায়ে জয় পরাজয়ের সঙ্গেই সম্পৃক্ত থাকবে CPI(M) প্রার্থীদের বেশী ভোটে জয়ের বাস্তবতার অংক মেলানোর তেমনি রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি থাকবে রাজ্যের রাজনীতিতে ভোটের নিরীখে নতুন শক্তির উদ্ভব হয় কিনা, তবে দুটি আসনে ভোটের যুদ্ধের গুরুত্ব বোঝা গেছে বিজেপি, কংগ্রেস শীর্ষ নেতৃত্ব এমন কি খোদ মূখ্যমন্ত্রীর প্রচার পর্বে অংশ নেয়ার মধ্য দিয়ে।