দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২৫ জুন ।। বড়জোর ৮-৯ মাস আগে “নিউজ আপডেট অব ত্রিপুরা”-র প্রতিবেদনে নাগেরজলা টু আমতলী রোডে ড্রপ গেটের রাস্তা সাড়াইয়ের সংবাদ তুলে ধরা হয়েছিল। অদ্ভুৎ ব্যাপার হচ্ছে মিলনচক্রে যেখানে বৃহস্পতিবার ক্ষত সারাইয়ের কাজ হচ্ছে সেখানে দু’দিনের বৃষ্টিতেই বেরিয়ে আসে ভেতরের গোলযোগ, চলছে কোনরকম তাপ্পি দেয়ার কাজ। নাগেরজলা টু আমতলীর এই রাস্তার কাজ নিয়ে জন মনে প্রশ্ন – গুরুত্বপূর্ণ এই রাস্তায় নিন্মমানের কাজে মানুষের দূর্ভোগের নিরসন তো হচ্ছেই না, বিপরীতে মাস পেরোলেই পথের ক্ষতে মলম লাগানোর নামে সরকারী অর্থের আদ্য শ্রাদ্ধের ব্যবস্থায় চলছে কামধেনুর কামাই পর্ব।