দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৭ জুন ।। ১৩ প্রতাপগড়, ৪৬ সুরমা বিধানসভার শূন্য আসনে ভোটদাতারা পবিত্র কর্তব্য সম্পাদন করেছেন। নির্বাচনে জয়ের প্রশ্নে ১৩ প্রতাপগড় কেন্দ্রে প্রয়াত কবি মন্ত্রী অনিল সরকার ছিলেন অপ্রতিদ্বন্দি, কখনো জয়ের মার্জিন কমলেও কবিমন্ত্রীর বিজয় রোধ করা যায়নি। এই ক্ষেত্রে কবি মন্ত্রীর খাসতালুকে নয়া মুখ শুধু নয় CPI(M)-র ভোট নিশ্চিৎ ভাবেই বাড়তে যাচ্ছে বলে দলের প্রত্যাশা। অন্যদিকে মূলত কংগ্রেস, বিজেপি ভোট প্রচারে কেউ বিবেকের ভোট কেউ আচ্ছে দিনের বার্তা দিয়েছেন। ইভিএম বন্দি মানুষের রায়ে রাজ্যের রাজনীতিতে নতুন দিনের সূচনা করে কিনা জানা যাবে ৩০শে জুন। গণতান্ত্রিক নির্বাচনে রাজ্যের মানুষের স্বতস্ফূর্ত অংশ গ্রহনে ভোট মানেই উৎসব হয়ে দাঁড়িয়েছে, খন্ড ভোটেও সেই ধারা অব্যাহত রয়েছে। ১৩ প্রতাপগড় কেন্দ্রে এবং ৪৬ সুরমা কেন্দ্রে মোট ভোট পড়েছে ৮৩ শতাংশ। আষাঢ়ের বৃষ্টিতেও গনতন্ত্রের ধ্বজা সমুন্নত রাখতে উদগ্রীব ছিলেন প্রতাপগড় আর সুরমার নির্বাচক মন্ডলী।