TGTA-র ২৮তম ৫ম ত্রৈ-বার্ষিক খোয়াই বিভাগীয় সম্মেলনের পরিসমাপ্তি

tgtaগোপাল সিং, খোয়াই, ২৮ জুন ।। দু’দিনব্যাপী ত্রিপুরা সরকারী শিক্ষক সমিতি (এইচ.বি.রোড) ২৮তম ৫ম ত্রৈ-বার্ষিক খোয়াই বিভাগীয় সম্মেলনের সমাপ্তি হল রবিবার। এদিন সকাল ৮টায় সম্মেলনের দ্বিতীয় দিনের কর্মসূচীর সূচনা হয়। এদিন সংগঠনের পুরাতন কমিটি ভেঙে নতুন কমিটি গঠিত হয়। মোট ৪১ জনের বিভাগীয় কমিটি এবং ২৩ জনের সম্পাদকমন্ডলী গঠিত হয়েছে। নতুন বিভাগীয় সম্পাদক মনোনিত হয়েছেন দুলাল আচার্য্য এবং বিভাগীয় সভাপতি মনোনিত হয়েছেন রনেন্দ্র দেববর্মা। সম্মেলনের দ্বিতীয় দিনেও খোয়াই টাউন হলে প্রয়াত কর্মচারী নেতৃত্ব সরোজ দেববর্মা ও প্রয়াত হিমাদ্রী শেখর চক্রবর্তী মঞ্ছে উপস্থিত ছিলেন টিজিটিএ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক স্বপন বল, সংগঠনের বিদায়ী খোয়াই বিভাগীয় সম্পাদক দিপাল ঘোষ সহ মহকুমার ১১টি ইউনিটের মোট ৫৪০ জন প্রতিনিধি। সম্মেলনের দ্বিতীয় তথা অন্তিম দিনে বিভাগের বরিষ্ঠ্য তথা অবসর প্রাপ্ত কিংবা অবসরের দোরগোড়ায় রয়েছেন এমন শিক্ষকদের সম্বর্ধিত করা হয়। উল্লেখ্য আগষ্ট মাসে টিজিটিএ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে আগরতলা নজরুল কলাক্ষেত্রে। রাজ্য সম্মেলনকে সামনে রেখেই বিভাগীয় স্তরে সম্মেলনের কাজ সম্পন্ন করা হচ্ছে। রাজ্য সম্মেলনকে সামনে রেখে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। গৃহীত হয়েছে বিভিন্ন কর্মসূচী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*