আগরতলা, ২৮ জুন ।। রবিবার সর্বভারতীয় কংগ্রেস দলকে বিদায় জানিয়ে অনুপ বসু সহ ২৮ জন যোগ দিলেন CPI(M)-এ। নবাগতদের গোলাপ ফুল হাতে তুলে দিয়ে স্বাগত জানান CPI(M) রাজ্য সম্পাদক বিজন ধর। রবিবার সন্ধ্যায় নেতাজী চৌমুহনীতে এক অনুষ্ঠানে যোগদান করেন কংগ্রেস দলের ২৮ জন কর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন CPI(M) রাজ্য সম্পাদক বিজন ধর, সভার সভাপতি সুধির চন্দ্র মজুমদার সহ আরো অনেকে।