দেবজিত চক্রবর্তী, আগরতলা, ০৫ সেপ্টেম্বর ।। উদয়পুর হাসপাতাল কান্ডে জ্বলন্ত শহরের ছবি, মানুষের বিক্ষোভ নিয়ে স্বাস্থ্য দপ্তর স্পষ্টীকরন দিয়েছে। দপ্তরের ভাষ্যে বলা হয়েছে মহকুমা হাসপাতাল থেকে জেলা হাসপাতালে চকিৎসা সরঞ্জাম স্থানান্তর হচ্ছে সেই সব চিকিৎসা সরঞ্জাম যে গুলো প্রসূতি ও শিশুর পুষ্টি প্রকল্পের অন্তর্গত।
ছবিটি বৃহস্পতিবার ফেসবুক থেকে নেওয়া।