দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৮ জুন ।। ইদানিং কালে সামান্য বৃষ্টিতেই ফায়ার ব্রিগেড চৌমুহনীতে জল জমে পথচারী, যানবাহন যাতায়াতে সমস্যা সৃষ্টি করছে, ভারী বৃষ্টিপাত মানেই ভোগান্তির বিস্তৃতি। অগ্নি নির্বাপক দপ্তরের চেহারা বদলে গেলেও নাকের ডগায় জল জমা নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যাথা নেই দপ্তরের কর্মীদের। হয়তো কেউ প্রশ্ন করলে বলবেন আমরা আগুন নেভাই জল সারানোর দায়িত্ব আমাদের তালিকায় নেই। কিন্তু আগরতলা পুর নিগম ফায়ার ব্রিগেড চৌমুহনীর জল দূর করতে উদ্যোগ না নেওয়ায় জল মাড়িয়ে যেতে যেতে পথচারী খিস্তি খেউর করছে। সাধারন কয়েকজন গরীব মানুষ ফায়ার ব্রিগেড চৌমুহনীতে যেখানে বসে টুকটাক ব্যবসা করেন তাদেরও দূরবস্থা। অবস্থা এমন পর্যায়ে কেউ যদি ফায়ার ব্রিগেড চৌমুহনী কথায় জানতে চায় – তবে বললেই হবে শহরের অমুক জায়গায় দেখবেন রাস্তায় জমা জল ঢেউ খেলছে সেখানেই ফায়ার ব্রিগেড চৌমুহনী।