দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৯ জুন ।। বিগত যে কোনো নির্বাচনের ফলাফল নিয়ে রাজ্যের ভোট বিশ্লেষকরা যে আভাষ দিয়েছেন তার থেকে শূন্য দুই আসনেও যে একই দৃশ্য দেখা যাবে তা নিয়ে একেবারেই সংশয়হীন। তবে সাধারন মানুষ সুরমা আর প্রতাপগড়ের ভোটে স্থান দখলের যুদ্ধে নতুন চিত্র দেখা যায় কিনা সেই প্রতীক্ষায়। সংক্ষিপ্ত এই পর্বে গনতন্ত্রের যোগাযোগ অবশ্যই রয়েছে তার চাইতেও দুই কেন্দ্রের ফলাফলের প্রতিফলনে প্রমান হবে বামশক্তি কতদূর অটুট রয়েছে অন্যদিকে এই ফলেই চিরাচরিত ভোট বিন্যাসে নতুন সংযোজন হয় কিনা তার অপেক্ষায় রাজ্যবাসী।