আগরতলা, ২৯ জুন ।। দিনে রাতের প্রহর অতিক্রম করে আগরতলা শহরটাও রোজ একটু একটু করে অন্যরুপে সেজে উঠেছে। ইতিমধ্যেই উড়ালপুল তৈরীর প্রাথমিক পর্বে বটতলায় পার্কের অংশ ভাঙ্গে উড়ালপুলের পিলার বসানোর জন্য মাটি কাটার কাজ শুরু করা হয়েছে, কাজের সুবিধার জন্য নির্দিষ্ট এলাকায় ব্যারিকেডও দেয়া হয়েছে। কিন্তু পদব্রজের পথচারীদের কথা হচ্ছে বটতলায় পার্কের যে অংশ ভাঙ্গা হয়েছে উড়ালপুলের পিলার বসানোর জন্য সেখানে বীর শহিদ ভগৎ সিং এর যে স্ট্যাচুটি রয়েছে সেই স্ট্যাচুটির কি হবে? অবশেষে সোমবার সেই বীর শহিদ ভগৎ সিং এর স্ট্যাচুটি সরিয়ে নেয়ার প্রচেষ্টায় দেখা গেছে বটতলায়। পদব্রজের পথচারীরাও সামান্য বিরতি দিয়ে সেই কাজ দেখতে দাঁড়িয়ে পড়েছেন।