দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৯ জুন ।। দ্বাদশের ফল প্রকাশের পরবর্তীতে শিক্ষার্থীরা জীবনের লক্ষ্য স্থির করে নির্বাচিত করে থাকে পছন্দ অনুযায়ী শিক্ষাক্রম। সময়ের সঙ্গে সঙ্গতি রেখে মেধাবী ছাত্রছাত্রীরা প্রতিযোগীতা মূলক পরীক্ষার মধ্য দিয়ে কৃতকার্য হয়ে শুরু করে শিক্ষাগ্রহন। সেই ক্ষেত্রে ডিগ্রী কলেজগুলোতেও ভর্তি প্রক্রিয়ার ব্যস্ততা দেখা যায়। রাজ্যের ২২টি ডিগ্রী কলেজে ইতিমধ্যেই বিজ্ঞান, কলা ও বানিজ্য বিভাগে অনার্স এবং সাধারনে পড়ুয়াদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। প্রাথমিক পর্বে স্ক্রুটিনি পরবর্তীতে তালিকা প্রকাশের কাজ চলছে দ্রুতলয়ে। সোমবার রামঠাকুর কলেজে বিজ্ঞান, কলা ও বানিজ্য বিভাগের কনফার্ম লিষ্ট বের হতেই অভিভাবক, ছাত্রছাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় – প্রত্যেকের তালিকায় নাম উঠলো কিনা দেখতে উদগ্রীব হয়ে উঠে। পরবর্তীতে প্রথম এবং দ্বিতীয় অপেক্ষমান তালিকা প্রকাশের অপেক্ষায় ছাত্রছাত্রীরা।