আবারো বিমান বিধ্বস্ত, এবার ইন্দোনেশিয়ায়

plnআন্তর্জাতিক ডেস্ক ।। ইন্দোনেশিয়ায় একটি সামরিক পরিবহণ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। দেশটির মেডান শহরের একটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটেছে আজ মঙ্গলবার দুপুরের দিকে। স্থানীয় টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ‘হারকিউলিস’ নামের বিমানটি দু’টো বাড়ি এবং একটি গাড়ির ওপর আছড়ে পড়ে বিস্ফোরিত হয়। ইন্দোনেশীয় সেনাবাহিনীর মুখপাত্র ফুয়াদ বাস্য জানিয়েছেন, উড়াল দেয়ার পরপরই বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং ঘটনার সময় বিমানটিতে অন্তত ১২ জন ক্রু সদস্য ছিলেন। বিমানের ধ্বংসস্তূপ থেকে নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এখনো ঘন ও কালো ধোঁয়ায় আচ্ছনা থাকা ঘটনাস্থলে বড় পরিসরে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*