দেবজিত চক্রবর্তী, আগরতলা, ৩০ জুন ।। ১৩ প্রতাপগড়, ৪৬ সুরমা কেন্দ্রের শুন্য আসনে নির্বাচনে CPI(M) প্রার্থীদের বিজয় সংবাদে গোটা রাজ্যের বাম কর্মী, সমর্থকদের মধ্যে যুদ্ধ জয়ের পরিতৃপ্তির দৃশ্য দেখা গেছে, তবে প্রতাপগড় আর সুরমায় বিজয়ের উচ্ছাস স্বভাবতই বল্গাহীন পর্যায়ে পৌঁছে যায়। দুই কেন্দ্রে CPI(M) প্রার্থীদের বিপুল জয়ে শহরেও আয়োজন হয় বিজয় মিছিল। CPI(M) জয়নগর মেলারমাঠ লোকাল কমিটির উদ্যোগে বিজয় মিছিল শুরু হয় CPI(M) সদর দপ্তরের সামনে থেকে। বিজয় মিছিলে CPI(M) কর্মী, সমর্থকরা শহরের বিভিন্ন পথ হেঁটেছেন।