দেবজিত চক্রবর্তী, আগরতলা, ০৫ সেপ্টেম্বর ।। গোটা দেশের সঙ্গে রাজ্যেও সন্মান শ্রদ্ধায় পালিত হয়েছে শিক্ষক দিবস। এই ভারতবর্ষেই কোনো এক সময় গুরুগৃহে শিক্ষা, টোল শিক্ষার প্রচলন ছিল। দিনের বিবর্তনে শিক্ষা ব্যবস্থায় যেমন বৈপ্লবিক পরিবর্তন হয়েছে তেমনি বদলে গেছে শিক্ষক ছাত্রের অবয়ব। এই পরিবর্তনের মধ্যেও ৫ই সেপ্টেম্বর দিনটি উৎসর্গীকৃত শুধুমাত্র শিক্ষক কূলের শিক্ষাদানে সমর্পিত অবদানের জন্য। রাজ্যেও যথাযোগ্য সন্মানে পালিত শিক্ষক দিবসে নানা অনুষ্ঠান পালিত হয়েছে। জ্ঞানের আলো জ্বালানোর কাজে অসামান্য ভূমিকার জন্য শিক্ষকদের সন্মাননা জানানো হয়েছে। শিক্ষক দিবসে “নিউজ আপডেট অব ত্রিপুরা” সমস্ত শিক্ষক সমাজকে জানাচ্ছে বিনম্র শ্রদ্ধা ও নমস্কার।
শান্তনু চক্রবর্তীর তোলা ছবি।