আপডেট প্রতিনিধি, কলকাতা, ০৮ অক্টোবর || ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের রাজ্য কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ ঘিরে তীব্র রাজনৈতিক চাঞ্চল্য। ঘটনার নিন্দায় সরব তৃণমূল নেতৃত্ব। বুধবার রাজ্যে আসার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিক সম্মেলনে বিজেপিকে তোপ দাগেন তৃণমূলের নেতা-নেত্রীরা।
মন্ত্রী বীরবাহা হাঁসদা, সাংসদ প্রতিমা মন্ডল, সাংসদ সায়নী ঘোষ ও তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের নেতৃত্বে আজ ত্রিপুরায় আসছেন তৃণমূলের প্রতিনিধি দল।
দলীয় সূত্রে খবর, রাজ্য কার্যালয়ে ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে তারা ক্ষতিগ্রস্ত অফিস পরিদর্শন করবেন এবং স্থানীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। প্রতিনিধি দলের সদস্যরা জানান, “ত্রিপুরায় গণতন্ত্র রক্ষার লড়াইয়ে আমরা রাজ্যের মানুষের পাশে থাকব।”
উল্লেখ্য, মঙ্গলবার আগরতলায় তৃণমূল কংগ্রেসের অফিসে হামলার অভিযোগ ওঠে। বিজেপির বিরুদ্ধে এই হামলার অভিযোগ এনেছে তৃণমূল। ঘটনায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে রাজধানীজুড়ে।
