দেবজিত চক্রবর্তী, আগরতলা, ৪ জুলাই ।। বামপন্থী ছাত্র সংগঠন DYFI গোটা রাজ্যের নানা স্থানে ২০১৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে সফল ছাত্রছাত্রীদের সংবর্ধনার অনুষ্ঠান আয়োজন করছে। শনিবার সেই ধারায় যুক্ত হয়েছে প্যারাডাইসে সংস্থা আয়োজিত অনুষ্ঠান। মেলারমাঠ জয়নগর DYFI অঞ্চল কমিটি এই এলাকার যে সমস্ত ছাত্রছাত্রী ২০১৫ সালের মাধ্যমিক ও দ্বাদশের চূড়ান্ত পরীক্ষায় সফল হয়েছে তাদের সাফল্যের জন্য সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করে প্যারাডাইস চৌমুহনীতে, এলাকার প্রায় ৯০ জন সফল ছাত্রছাত্রীদের হাতে শহীদ ভগৎ সিং –এর প্রতিকৃতি সম্বলিত ক্রেফট ও কলম তুলে দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা সফল ছাত্রছাত্রীদের ভবিষ্যতে আরো বেশী সাফল্যের কামনার পাশাপাশি সামাজিক প্রেক্ষাপট নিয়ে ভাববার আহ্বান জানান। জয়নগর মেলারমাঠ DYFI অঞ্চল কমিটির প্যারাডাইর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন DYFI-র রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী সহ বিভিন্ন নেতৃবৃন্দ।