দেবজিত চক্রবর্তী, আগরতলা, ০৫ সেপ্টেম্বর ।। সমাজ সভ্যতার অগ্রগতির মূল চালিকা শক্তি হচ্ছে সার্বজনীন শিক্ষা এ নিয়ে কোনো সন্দেহ নেই। এই রাজ্যেও শিক্ষার সূচকাংকে গোটা দেশে ত্রিপুরা সন্মানের স্থানে অধিষ্ঠিত, ধারাবাহিকতা ধরে রাখার মধ্যেই নিহিত আছে এই রাজ্যের আগামীর অগ্রগতি। এই বার্তাই ধ্বনিত হয়েছে জীরানীয়ার অগ্নীবীনা হলে আয়োজিত শিক্ষক দিবস পালনের অনুষ্ঠানে। বিভিন্ন স্কুলের ছাত্র শিক্ষক, অভিভাবক, শিক্ষানুরাগী মানুষ উপস্থিত ছিলেন অগ্নীবীনা হলে। এখানে উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে, প্রধান অতিথি হিসেবে বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর, এডিসি-র শিক্ষা বিভাগের কার্য নির্বাহী সদস্য রাধাচরন দেববর্মা সহ অন্যান্যরা।
রাজীব সাহার তোলা ছবি।