এই পৃথিবীতে প্রতি মুহূর্তে নিরন্তর পরিবর্তনের নেপথ্যে রয়েছে বিজ্ঞানের আশীর্বাদ। সভ্যতার ক্রম বিবর্তনের পথ চলায় এই সময়ের পর্বকে বলা হচ্ছে বিজ্ঞানের যুগ। তবে নিঃসন্দেহে বলা যায় বিজ্ঞানের আশীর্বাদে যুগান্তকারী পরিবর্তন হয়েছে সংবাদ জগতে। ‘কেমন আছে পৃথিবী’ ‘কেমন আছে মানুষ’ কোথাও সৃষ্টি আর কোথাও ধ্বংশের সংবাদ মুহূর্তেই পৌঁছে যাচ্ছে বিশ্ববাসীর কাছে। ইন্টারনেট পৃথিবীর দূরত্ব ঘুচিয়ে খুব কাছাকাছি এনে দিয়েছে। কর্পোরেট কম্পিউটারের বোতাম টিপে ব্যবসার খোঁজ নিচ্ছে, কৃষক মোবাইলে জেনে নিতে পারছে আবহাওয়ার গতি প্রকৃতি। সংবাদ জগতের সাবেকী চেহারায় এমুহূর্তে পুরোদস্তুর আধুনিকতার পরশ।
সংবাদ জগতে ছোট্ট একটা স্বপ্ন নিয়ে ১০ই জুলাই ২০১৩ সালে যাত্রা শুরু হয়েছিল “নিউজ আপডেট অব ত্রিপুরা”-র, তখন ফেসবুকে একটি পাতাতেই সীমাবদ্ধ ছিল সংবাদ। ধীরে ধীরে “নিউজ আপডেট অব ত্রিপুরা”-র যাত্রায় সামিল হয়েছেন অগুনিত শ্রদ্ধেয় পাঠক, অনুরোধ আসতে থাকে “নিউজ আপডেট অব ত্রিপুরা” এবার নতুন কিছু ভাবুক। মানুষের ভাবনা আর অভূৎপূর্ব সাড়ায় ফেসবুকের পাতা থেকে “নিউজ আপডেট অব ত্রিপুরা”-র উত্তোরন হয় ২০১৪ সালের ২২শে জুন – ওয়েবসাইটে, স্বভাবতই পরিবর্তন হয় সংবাদ প্রকাশের ক্ষেত্রে। “নিউজ আপডেট অব ত্রিপুরা”-র পরিবারে এখন এই রাজ্যের আপামর মানুষের ভালোবাসার পরিসংখ্যান আমাদের এগিয়ে চলার শক্তি – এ রাজ্যের বাংলা ভাষায় পোর্টাল সংবাদ পরিবেশনায় আমাদের প্রয়াস অব্যাহত এই রাজ্যের সব মানুষের কাছে, সবার ঘরে ঘরে আপনজন হয়ে উঠার। ওয়েবসাইট দর্শনে মানুষের সংখ্যায় “নিউজ আপডেট অব ত্রিপুরা” এমুহূর্তে যে অবস্থানে তার জন্য “নিউজ আপডেট অব ত্রিপুরা” শ্রদ্ধেয় পাঠকদের নত মস্তকে প্রনাম জানায়।
স্মৃতিতে অমলীন – “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম”-র আত্মপ্রকাশের সেই শুভ মুহূর্তের
প্রকৃতি, পৃথিবী, মানুষের চলমান জীবন থেকেই সংগৃহীত হয় নিত্যদিনের সংবাদ – জানা আছে। তবুও শঙ্কা ছিল “নিউজ আপডেট অব ত্রিপুরা”-র মধ্য দিয়ে স্বপ্নের যে বীজ রোপন তার পরিচর্যা নিয়ে। ১লা সেপ্টেম্বর ২০১৪ (সোমবার) –এর পড়ন্ত বিকেলে আগরতলা প্রেস ক্লাবে এক আনন্দঘন অনুষ্ঠানে আত্মপ্রকাশ হয়েছিল NEWSUPDATEOFTRIPURA.com –এর। রাজ্যের মাননীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী শ্রী ভানুলাল সাহা মঙ্গল প্রদীপ প্রজ্জলন ও Laptop-এ বোতাম টিপে “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম” কে স্বপ্নের পৃথিবী থেকে নিয়ে এসেছিলেন পৃথিবীর মাটিতে। সেই শুভলগ্নে যাঁরা সেদিন প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন প্রত্যেককে মনে রেখেছে “নিউজ আপডেট অব ত্রিপুরা”, স্মৃতির পাতায় অমলীন “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম”-র জন্মলগ্নের সেই পবিত্রক্ষন।
প্রেস ক্লাবে এক আনন্দঘন অনুষ্ঠানে NEWSUPDATEOFTRIPURA.com –এর আত্মপ্রকাশের ভিডিও
“নিউজ আপডেট অব ত্রিপুরা”-র আগামী দিনের লক্ষ্য
মানুষের পাশে থেকে মানুষের কথা বলা, সংবাদের পরিসর বৃদ্ধি করা, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা, শ্রদ্ধেয় পাঠকদের সুচিন্তিত মতামতকে গুরুত্ব দিয়ে নিজেদের আরো বেশী গ্রহনযোগ্য করে তোলা, “নিউজ আপডেট অব ত্রিপুরা”-র সংবাদের সংসারে নতুন পাঠকদের সামিল করা।
৩ –এ পা’য়ের (দ্বিতীয় বর্ষপূর্তি) শুভমুহুর্তে শুভেচ্ছা বার্তা
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
“নিউজ আপডেট অব ত্রিপুরা”-র তৃতীয় বর্ষপূর্তির অনুষ্ঠান”
উত্তর বাধারঘাটস্থিত উন্নয়ন সংঘে রবিবার (১০ই জুলাই, ২০১৬) “নিউজ আপডেট অব ত্রিপুরা”-র তৃতীয় বর্ষপূর্তির অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি T.T.A.A.D.C এর চেয়ারম্যান ডঃ রঞ্জিৎ দেববর্মা প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। অনুষ্ঠানে রাজ্যের দুই কৃতি শিক্ষাব্রতীকে সংবর্ধনা দেয়া হয়। School of Science-র কর্ণধার অভিজিৎ ভট্টাচার্য্য এবং রামঠাকুর কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ডঃ অরিজিত দাসকে উত্তরীয়, পুষ্পস্তবক ও মানপত্র তুলে দেন T.T.A.A.D.C এর চেয়ারম্যান ডঃ রঞ্জিৎ দেববর্মা। “নিউজ আপডেট অব ত্রিপুরা”-র তৃতীয় বর্ষপূর্তিতে ছোটদের বসে আঁকো প্রতিযোগিতায় কঁচিকাঁচাদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্বাগত ভাষন রাখেন সংস্থার কর্ণধার শান্তনু চক্রবর্তী। বক্তারা ভাষন দিতে গিয়ে “নিউজ আপডেট অব ত্রিপুরা”-র আগামী দিনের সাফল্য কামনার পাশাপাশি উন্নয়ন সংঘের সহযোগীতার জন্য ধন্যবাদ জানান। ছোটদের অঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে প্রথম হয়েছে সঙ্গীতা দেবনাথ, দ্বিতীয় অরিত্রীকা দেব, তৃতীয় সৃষ্টি পাল, ‘খ’ বিভাগে প্রথম সৌরারজিতা দত্ত, দ্বিতীয় দ্বিপরাজ বণিক, তৃতীয় অর্পিতা মজুমদার এবং ‘গ’ বভাগে প্রথম উজ্জয়ন পাল, দ্বিতীয় ইন্দ্রানী দাস, তৃতীয় হয়েছে বিদিপ্তা দেব। উত্তর বাধারঘাটস্থিত উন্নয়ন সংঘে “নিউজ আপডেট অব ত্রিপুরা”-র তৃতীয় বর্ষপূর্তির অনুষ্ঠানে এলাকাবাসীদের উপস্থিতির জন্য সংবাদ প্রতিষ্ঠানের পক্ষে ধন্যবাদ জানানো হয়েছে।
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
“নিউজ আপডেট অব ত্রিপুরা” মানবতার পাশে
পৃথিবীটা এখন যেখানে পৌঁছেছে সেখানে সর্বত্রই লাভ ক্ষতির অংকটাই সর্বাগ্রে বিবেচ্য। দেনাপাওনার এই গন্ডির বাইরে গিয়ে এই সমাজের জন্য কিছু করার মানষিকতা সম্পন্ন মানুষ যেমন রয়েছে পাশাপাশি কিছু প্রতিষ্ঠানও রয়েছে। মহালয়ার পুণ্যদিবসে লাভ ক্ষতির হিসেবের পাশে মানবতার নতুন সংজ্ঞা জুড়েছেন “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম”। তবে “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম”-র এই প্রয়াস সার্থক হয়েছে এই প্রতিষ্ঠানের সঙ্গে মানুষের জন্য কিছু করার হৃদয়াসম্পন্ন কিছু বন্ধু ও TIT পাস আউট কিছু ছাত্র সাহায্যের হাত বাড়িয়ে দেয়ায়।
অনাথ আশ্রমের মধ্যে যে সব শিশু প্রতিপালিত হয় মানুষ হয়ে তাদের হৃদয়ের ব্যথা অনুভব করা যায় তাদের মুখ দেখলেই। মা-বাবার স্নেহ বঞ্চিত, আত্মীয় পরিজনদের থেকে বিচ্ছিন্ন হয়ে অনাথ আশ্রমের জীবনের স্বাদ জানে একমাত্র ঐ সব শিশুরাই যাদের সূর্যোদয় থেকে সূর্যাস্তের সময় কাটে অনাথ আশ্রমে।
মহালয়ার পুণ্যদিবসে “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম” এবং তার বন্ধুরা আমতলীস্থিত ‘নব প্রান্তিকের’ ৬২ জন আশ্রমবাসী শিশু, আশ্রমের অন্যান্য কর্মীদের সঙ্গে এক পাতে বসে খাওয়ার মধ্য দিয়ে প্রমান করেছে মানবিকতা, মনুষ্যত্ব এখনো হারিয়ে যায়নি পৃথিবীর বুক থেকে।
এমন আহামরি কিছু করেনি “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম” এবং তার বন্ধুরা। সাধ্যের মধ্যেই সামান্য কিছু দেয়ার ইচ্ছে থেকেই এই প্রয়াস। “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম” এবং তার বন্ধুরা খাওয়ার সামগ্রী দেয়াই নয়, রান্নার উপকরণ রন্ধন পর্বেও সাহায্যের হাত বাড়িয়েছে। নব প্রান্তিকের সবাইকে “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম”-র বন্ধুরাই পরিবেশন করেছে, তারপর এক পংক্তিতে বসেই হয়েছে ভোজন পর্ব। তাছাড়াও ‘নব প্রান্তিকের’ অনাথ শিশুদের পড়াশুনার জন্য খাতা, কলম, নানা প্রকার খেলার সামগ্রী দেয়া হয়েছে।
মহালয়ার পুণ্যদিবসে “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম” এবং তার বন্ধু সহ TIT পাস আউট ছাত্রদের এই অনন্য ভূমিকা যে অনাথ আশ্রমের শিশুদের কতোটা আনন্দ দিয়েছে প্রতিয়মান হয়েছে তাদের উজ্জ্বল আনন্দের বহিঃপ্রকাশে। শিশুর প্রশ্ন যেমন হয় তেমনি বহু অগোছালো প্রশ্ন আর জানার আগ্রহে সব শিশুরাই অনুভব করেছে জীবনের অন্যরকম একটা মুহূর্তের। “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম” এবং তার বন্ধু সহ TIT পাস আউট ছাত্রদের জন্য এই স্মৃতি যেমন চিরকাল অমলীন হয়ে থাকবে তেমনি অনাথ আশ্রমের শিশুরাও হয়তো ভুলতে পারবে না মহালয়ার পুণ্য দিবসের এই মুহূর্তটা।
Dear Editor,
I am Wishing you and your team a very happy anniversary. From FB to Web, journey is not simple as we think. I know that very well. I am also joined your dream which comes true best of my knowledge.
Finally, I am Wishing you BEST OF LUCK. Long Leave ‘NEWS UPDATE OF TRIPURA’ .
Wishing — Gopal Singh, Khowai
Thank u very much.