ঝাড়খন্ডে এক লাখ টন সোনার সন্ধান

goldজাতীয়  ডেস্ক ।। কী অবাক হচ্ছেন? আসলে অবাক হওয়ার মত হলও এক লাথ টন সোনার এই বিপুল ভান্ডারের সন্ধান পেয়েছেন ভারতের ভূ-তত্ত্ববিদরা। ঝাড়খন্ডের রাজধানী রাঁচির নিকবর্তী তমার এলাকায় মাটির নিচে অনুসন্ধান চালিয়ে সোনার সন্ধান পায় জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া। অবশ্য এর আগেও একবার একই দাবি করেছিল জিএসআই। তারা পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে সোনা থাকার লক্ষণ পেয়েছিল। এবার দ্বিতীয়বার সেই সম্ভাবনাটি আরো প্রকটভাবে দেখা দেওয়ায় অনেকটাই নিশ্চিত হয়েছে। জিএসআই বিজ্ঞানীদের ধারণা, ওই এলাকায় মাটির নিচে কমপক্ষে এক লাখ টন সোনা মজুত রয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ২৫ হাজার কোটি রুপি। মাটি খননের ভাবনাও শুরু করেছেন তারা। বর্ষা কেটে গেলেই খনন শুরু হবে তমারের ওই এলাকায়। খননকার্য চলবে সম্ভাব্য স্থানের পাঁচ বর্গকিলোমিটার জুড়ে। ঝাড়খন্ডের প্রাক্তন ভূ-তত্ত্ব নির্দেশক জেপি সিং দাবি করেন, জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া প্রাথমিক রিপোর্ট দিয়েছে। চূড়ান্ত রিপোর্ট দিলেই খননকাজে হাত দেবে সরকার। প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, রাঁচির কাছে তমারসংলগ্ন সিঁন্দুরি, লুঙ্গট, হেপসেল ও পরাসি এলাকায় মাটির নিচে রয়েছে সোনার অফুরন্ত ভান্ডার।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*