আন্তর্জাতিক ডেস্ক ।। বিশ্বের অন্য দেশ গুলোর সাথে তাল মিলিয়ে চলতে হলে দেশের সকল জনগনকে নিয়েই ভাবতে হবে। তাই দেশের সকল জনগনের জন্য সঠিক আইন ও তার বাস্তবায়ন থাকা দরকার। এবার পাকিস্তার সরকার সে দেশের হিন্দু জাতীর বিবাহ আইন পাশের সিদ্ধান্ত নিয়েছেন। পাকিস্তানে হিন্দু বিয়ের কোনও আইন নেই। ১৯৪৭ সালে দেশ গঠন হওয়ার পর থেকে এখনও পর্যন্ত দেশের সংখ্যালঘুদের বিয়ে নিয়ে কোনও আইন তৈরি হয়নি। তবে শীঘ্রই এই আইন তৈরি হচ্ছে বলে জানা গিয়েছে। পাকিস্তানের ১.৬ শতাংশ জনগণ হিন্দু। দীর্ঘদিন ধরে তারা এই আইনের দাবিতে লড়াই করে চলেছে। পাকিস্তানি পত্রিকা ‘ডন’-এ প্রকাশিত খবর অনুযায়ী, ন্যাশনাল অ্যাসেম্বলি স্ট্যান্ডিং কমিটির প্রধান মহম্মদ বসির ভারক এই বিলের রিভিউ করবেন। গত বছর এই বিল পেশ করা হয়েছিল। রিভিউ হওয়ার পর পাশ হবে আইন।