আন্তর্জাতিক ডেস্ক ।। রাশিয়ায় বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলতি মাসেই এক শীর্ষ সম্মেলন রাশিয়ার উফা নগরীতে তাদের মাঝে বৈঠকের কথা রয়েছে বলে জানা গেছে।চ আগামী ৯ থেকে ১০ জুলাই সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলন। আর সম্মেলনের অবকাশেই এই বৈঠক করবেন নওয়াজ-মোদি। খবরে বলা হয়েছে, পবিত্র রমজান মাসের আগমন উপলক্ষে নওয়াজকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মোদি। আর এর মধ্য দিয়ে দু’দেশের সম্পর্কে গতি এসেছে। অবশ্য কয়েকটি সূত্র বলেছে, এর মাধ্যমে সংলাপ শুরুর কোনো আভাস এখনো পাওয়া যায় নি। আনুষ্ঠানিক ভাবে এখনো এ বৈঠকের বিষয়টি স্বীকার করা হয় নি। সাংহাই সহযোগিতা সংস্থার বৈঠকে সন্ত্রাসবাদ নিয়ে ভারতের উদ্বেগের কথা তুলে ধরতে পারেন মোদি। এ ছাড়া চলতি মাসের গোড়ার দিকে জাকিউর রহমান লাখবিকে মুক্তি দেয়ার বিষয়েও কথা বলতে পারেন তিনি। এদিকে, সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের অবকাশে দুই প্রধানমন্ত্রীর সম্ভাব্য বৈঠকের বিষয়ে গত সপ্তাহে আভাস দিয়েছে ইসলামাবাদ। পাক পররাষ্ট্র দফতরের মুখপাত্র কাজী খলিলুল্লাহ বলেছেন, বৈঠকের বিষয়ে কোনোপক্ষই অপরপক্ষের সঙ্গে যোগাযোগ করে নি। কিন্তু এ জাতীয় শীর্ষ সম্মেলনের অবকাশে সরকার প্রধানদের মধ্যে বৈঠক হওয়া একটি সাধারণ বিষয়। গত নভেম্বরে কাঠমাণ্ডুতে অনুষ্ঠিত সার্ক শীর্ষ সম্মলনে নওয়াজ-মোদি সর্বশেষ সাক্ষাৎ হলেও তারা আনুষ্ঠানিক আলোচনা করেন নি।